জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৫ম তলায় সংগঠনটির অফিস কক্ষে এ ভাইভা পর্ব অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন কার্যকরী সদস্যরা। প্রতিবছরের মতো এবারও সাংবাদিক ফোরামের নবীন সদস্য আহ্বানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় মৌখিক মূল্যায়ন পর্ব। চলতি বছরের ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানানো হয়। এর মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী একদল উদ্যমী ও প্রতিভাবান শিক্ষার্থী আবেদন করেন এবং পরবর্তীতে ভাইভায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. শাকিল বাবু বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। অসংখ্য...