যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আওতায় প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পান। তবে আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস ১৯ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশসহ মোট ১৯টি দেশকে এবারও ডিভি লটারির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এসব দেশ থেকে গত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন যা লটারির নিয়ম অনুযায়ী সীমা অতিক্রম করেছে। ডিভি প্রোগ্রামটি মূলত সেইসব দেশের নাগরিকদের জন্য, যেখান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়া দেশগুলো এই সুযোগ থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। যেসব দেশ এবার ডিভি লটারির তালিকার বাইরে রয়েছে, সেগুলো হলো বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন (হংকংসহ), কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর,...