শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় সেই সাফল্য ধরে রাখতে পারেননি। সময়ের সঙ্গে আলোচনার চেয়ে সমালোচনাই তাকে বেশি ঘিরে ধরেছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে— সম্প্রতি জংলি সিনেমার মাধ্যমে তিনি আবারও দর্শক টানতে সক্ষম হয়েছেন। পাশাপাশি বরবাদ পরিচালিত নতুন একটি সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। তবুও অতীতের কঠিন সময় ভুলে যাওয়া তার পক্ষে সহজ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন দীঘি। দীঘি বলেন, “অসুস্থতার কারণে আমার ওজন বেড়ে গিয়েছিল। তখন অনেকেই নানা কথা বলত। একসময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার কারণে শরীর ফুলে যেত। পরে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে নিজেকে ফিরে পাই।” সমালোচনা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমার কাছে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ, কারণ চরিত্রের মধ্য...