জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।আরো পড়ুন:জোবায়েদ হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দিজোবায়েদ হত্যার বিচার দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ বুধবার (২২ অক্টোবর) তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে, বিক্ষোভ কর্মসূচি শুরু হলে জবির অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে এতে যোগ দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই’, ‘বর্ষা তোর রক্ষা নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা...