গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ভাত রাখার ঝুড়িতে ইঁদুরের ছানা ও ফ্রিজে পচা খাবার। গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত খাবার না পাওয়া, দাম ও খাবারের পরিমাণে অসঙ্গতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ দীর্ঘদিনের। বারবার ক্যান্টিনের দায়িত্ব হস্তান্তর করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এমনকি শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও পরিস্থিতির উন্নতি দেখা যায়নি। তবে এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অভিযোগ আর ক্ষোভ—দুটিই ফুঁসে উঠেছে নতুন করে।আরো পড়ুন:গণ বিশ্ববিদ্যালয়ে লালন স্মরণোৎসবহাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) দিনভর দুই দফায় অভিযান চালায় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। অভিযানে দেখা যায়, ক্যান্টিনের পুরো পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। সরেজমিনে দেখা যায়, চরম অব্যবস্থাপনা। নোংরা-দুর্গন্ধযুক্ত ফ্রিজে একইসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে কাঁচা মাংস ও বাসি ভাত। পলিথিন ফেটে...