জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) উদযাপন হবে। বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।আরো পড়ুন:জেলায় জেলায় নিরাপদ সড়ক দিবস পালিতনিরাপদ সড়ক দিবসে টাঙ্গাইলে হেলমেট বিতরণ তিনি বলেন, “আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে যেভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটি আর থাকছে না। এবার অনেক সীমিত আকারে দিবসটি পালন করা হবে।” তিনি আরো বলেন, “এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। পরিস্থিতি অনুকূলে এলে পরে সাংস্কৃতিক আয়োজনের...