বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশ সারা বিশ্বে ১৯৩তম স্থানে আছে। ২২৬টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের এই চিত্র মিলেছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশের ধনী ও বিনিয়োগকারীরা অন্য কোনো দেশে বসবাস ও নাগরিকত্ব পরিকল্পনা করার সময় এই ধরনের সূচক দেখেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪ দশমিক ৭৮। এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২। ১০০-এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম। অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশের স্কোর হলো ৪১ দশমিক ৫৬। ১০০-এর মধ্যে যত বেশি স্কোর করা যাবে, তত টেকসই সেই দেশটি।...