অস্বাস্থ্যকর পানি ও খাবারসহ নানা সমস্যায় জর্জরিত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হল। হলের নিম্নমানের খাবার, দূষিত পানি এবং রুমের সীমিত আসন সংখ্যার কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, হলটির টয়লেটের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। পানির সঙ্গে ছোট ছোট পোকামাকড় বের হচ্ছে। ক্যান্টিনের খাবারের মানও নিম্নমানের। বেশিরভাগ সময় খাবারগুলো ঢেকে রাখা হয় না। ফলে তাতে মাছি বসার সুযোগ পায়। সবমিলিয়ে হলের ছাত্রীরা চরম স্বাস্থঝুঁকিতে রয়েছেন।আরো পড়ুন:জোবায়েদ হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভমুসলিম ছাত্রীকে ধর্ষণ করে রেড-ইটে বুয়েট শিক্ষার্থীর স্বীকারোক্তি জোবায়েদ হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মুসলিম ছাত্রীকে ধর্ষণ করে রেড-ইটে বুয়েট শিক্ষার্থীর স্বীকারোক্তি সম্প্রতি হলটির এক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “শিক্ষার্থীদের দৈনন্দিন কাজে ব্যবহৃত পানিতে পোকা ও ময়লা পাওয়া যাচ্ছে। কয়েক মাস ধরেই অপরাজিতা হলের শিক্ষার্থীরা এই পানির...