রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। আগামী ২৬ অক্টোবর নির্বাচিতদের শপথের পর দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের আগামী ২৬ অক্টোবরে সিনেট ভবনে শপথ বাক্য পাঠ করানো হবে। কেন্দ্রীয় সংসদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি এবং উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং হল সংসদের শপথ গ্রহণ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি অর্থাৎ প্রাধ্যক্ষ।’ আজ দুপুরে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন...