জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক শিক্ষার্থী এখনো আবেদন করতে পারেনি। এর আগে, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো...