রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গেজেট বুধবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ।আরো পড়ুন:রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বরতিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। তিনি বলেন, “রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, সেই নির্বাচিতদের গ্যাজেট আজই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে।” তিনি আরো বলেন, “রাকসু ও...