
ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে হারের আক্ষেপের চেয়ে বেশি আলোচনা হয়েছে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানো নিয়ে। তা নিয়ে বইছে সমালোচনার ঝড়। উইন্ডিজ সিরিজে দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন রিশাদ। তার লেগস্পিনে কুপোকাত হয়েছেন ৯জন ব্যাটার। প্রথম ম্যাচে ৬ উইকেটের পর দ্বিতীয় দিন পেলেন ৩ উইটেক। দুই ম্যাচে ৯ উইকেট তুলে নেওয়া রিশাদ এবার সুখবর পেলেন আইসিসি থেকে। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা। প্রথম ওয়ানডেতে একাই ৬ উইকেট নেন রিশাদ। নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ফাইফারের স্বাদ পান তিনি। ৯ ওভারে কোনো মেডেন না পেলেও ৩৫ রানে ৬...