মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।বুধবার (২২ অক্টোবর) ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে এ খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করেন।এতে বলা হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের উপর শিক্ষার্থী কল্যাণ পরিচালকের ই-মেইল[email protected]বরাবর মতামত প্রদান করতে পারবে।এ বিষয়ে ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের প্রদত্ত মতামতের ভিত্তিতে ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করা হবে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য পুনরায় সংশোধন করা খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করা হবে। এছাড়া ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।’ক্লাস নেওয়াটা আমার কাছে শ্বাস নেওয়ার মতো :...