নিজস্ব প্রতিবেদক: ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর। বোর্ড ফি জমা দেওয়ার পরই অনলাইনে নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা...