ইসলামি পরিভাষায় ‘শহীদ’ শব্দটির অর্থ হলো সেই ব্যক্তি, যিনি আল্লাহর পথে, সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন। ইসলামে শহীদের মর্যাদা চিরন্তন।ইরানের ইসলামি শাসনব্যবস্থা সেই নীতিকেই রাষ্ট্রীয় দর্শনে রূপ দিয়েছে। ইরানে ধর্মীয় ও আইনগত উভয় কারণে শহীদদের বিশেষ মর্যাদা দেওয়া হয়। শহীদদের পরিবারকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসেবে গণ্য করা হয়। এসব পরিবারের ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, যার উদ্দেশ্য শহীদদের পিতা-মাতা, সহধর্মিণী ও সন্তানদের আর্থিক, নৈতিক ও সামাজিক সহায়তা দেওয়া।বেহেশত-ই জাহরায় অজ্ঞাতনামা শহীদদের কবরস্থানে ইরানের সর্বোচ্চ নেতা ইরানে শহীদদের স্মৃতি সংরক্ষণ রাষ্ট্রীয়ভাবে একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচিত। শহীদদের স্মরণে দেশজুড়ে রয়েছে হাজারো স্মৃতিসৌধ, ‘বেহেশত-ই জাহরা’ ও ‘বেহেশত-ই ফাতেমা’র মতো বিশেষ কবরস্থান এবং প্রায় প্রতিটি শহরে ‘গোরেস্তান-এ শোহাদা’ বা...