জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন যে উদ্যোগগুলো নিয়েছে, তা সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্ববোধ করবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ-বিদেশে মানসম্পন্ন চাকরি পাওয়া অথবা উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেবাস আন্তর্জাতিকমানের করা, স্নাতক সম্মানে আইসিটি কোর্স ও ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় প্রণোদনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। এসব উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় চুক্তি করছে বলেও জানান তিনি। ভিসি...