
বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে রেকর্ড করেছেন রিশাদ হোসেন। দারুণ সেই বোলিংয়ের কারণে র্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়েছেন তিনি। এছাড়া ব্যাট-বল হাতে সমান তালে পারফর্ম করে অলরাউন্ডার র্যাংকিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করে আইসিসি। তাতেই র্যাংকিংয়ের বড় পুরস্কার পেয়েছেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের আগেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তুলনামূলক ভালো করেছিলেন তিনি। সব কিছুর পুরস্কার পেলেন লেগ স্পিন অলরাউন্ডার।আরো পড়ুন:ম্যাচ-আপ তত্ত্ব ও বাংলাদেশের ভরাডুবি গল্পস্পিনারদের আনন্দে সুপার ওভার রোমাঞ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে এই কীর্তি করেছিলেন তিনি। এর আগে পেসার মোস্তাফিজুর রহমান দুইবার ও রুবেল হোসেন একবার ৬ উইকেট পেয়েছিলেন। ওই দিনই ব্যাট হাতে ১৩ বলে করেন...