উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ সময় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।বুধবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ক্যাম্পালা-গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩৫প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলে জানানো হলেও, পরে তা সংশোধন করে ৪৬ জনে নামিয়ে আনা হয়। পুলিশ জানায়, শুরুতে যাদের...