জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এশিয়া সফরের আগে এই ঘটনা সামনে এলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী প্রধানের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) ভোরে পিয়ংইয়ংয়ের পাশ্বর্বর্তী এলাকা থেকে উত্তর-পূর্বমুখী দিকে স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হয়েছে। তারা উৎক্ষেপণের আগেই কিছু গতিবিধি তাদের নজরে এসেছিল। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ক্ষেপণাস্ত্রগুলো স্থলভাগে পতিত হয় বলে সামরিক সূত্রে জানা গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে এর আগে মে মাসে এমন পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জায়ে মিয়ংয়ের তার আমলে প্রথমবার এরকম উৎক্ষেপণ চালালো উত্তর কোরিয়া। উল্লেখ্য, পিয়ংইয়ং-সিউল সম্পৃক্ততার নীতি প্রেসিডেন্ট লির অঙ্গীকারের তালিকায় ছিল। এদিকে, আগামী...