২২ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়লেও তিনি অক্ষত রয়েছেন। কেরালার থিরুভানান্থাপুরমে ঘটে যাওয়া এই ঘটনায় রাষ্ট্রপতি নিরাপদে হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন। বিষয়টি দেশের সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী এমআই-১৭ চপার হেলিকপ্টার অবতরণ করছিল। মূলত হেলিপ্যাডের কংক্রিটের একাংশ ভেঙে যাওয়ায় হেলিকপ্টারটি কিছু সময়ের জন্য বেসামাল হয়ে যায়। মূল পরিকল্পনা ছিল হেলিকপ্টারটি পম্বা জেলার নিলাক্কালে অবতরণ করবে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা প্রমোদোম স্টেডিয়ামে অবতরণ করতে বাধ্য হয়। হেলিকপ্টারের এই দুর্ঘটনা ঘটেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চার দিনের কেরালা সফরের সময়। তিনি এই সফরে সাবরিমালা মন্দির পরিদর্শন ও প্রার্থনার জন্য...