
কেরালার সবরিমালা মন্দির সফরের সময় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তবে তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) কেরালার প্রমাদম এলাকায় কংক্রিটের নতুন হেলিপ্যাডে অবতরণের সময় হেলিপ্যাডের কিছু অংশ হঠাৎ দেবে যায়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, হেলিকপ্টার অবতরণের জন্য প্রমাদমকে শেষ মুহূর্তে স্থল হিসেবে নির্ধারণ করা হয় এবং সেখানে গভীর রাতে তড়িঘড়ি করে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় অবতরণের সময় হেলিপ্যাডটি দেবে যায়। প্রথমে হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। তবে খারাপ আবহাওয়ার কারণে সেটি পরিবর্তন করে প্রমাদমে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আরো পড়ুন :ভারতের পণ্যে ‘বড় শুল্ক’ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের মঙ্গলবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে দ্রৌপদী মুর্মু তিরুঅনন্তপুরমে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে তিনি সবরিমালার ভগবান...