
ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষকরা। বুধবার (২২ আগস্ট ) দুপুর ১২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখী পদযাত্রা করলে বাধা দেয় পুলিশ।এতে কদম ফোয়ারার সামনে শিক্ষকরা রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, শিক্ষকরা রাস্তার ওপর বসে বিক্ষোভ করায় তোপখানা সড়কসহ আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাদের দাবিগুলো হলো- ১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারি সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন। ২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান...