২২ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম মানবপাচারের ঘটনা ইউরোপের দেশ জার্মানিতে ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে ২০২৪ সালে দেশটিতে মানবপাচারের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভুক্তভোগীরা শুধু শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, আইনি ও সামাজিক নিরাপত্তার অভাবের কারণে তারা সাহায্যের জন্য যথাযথভাবে এগোতে পারছেন না। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, জার্মানিতে কমপক্ষে ৮৬৮টি মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অর্ধেকের মতো ভুক্তভোগী পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন। তবে সমস্যার প্রকৃত মাত্রা আরও বেশি, কারণ অনেক শিকার পুলিশ বা প্রশাসনের কাছে রিপোর্ট করেন না। রিপোর্ট না হওয়া অনেক ঘটনার সংখ্যা জানা যায় না, কারণ শিকাররা আইন ও প্রশাসনের সঙ্গে যোগাযোগে দ্বিধা-বোধ করেন, এবং শঙ্কার মধ্যে থাকেন। এই তথ্য প্রকাশ করেছে জার্মানির মানবপাচারবিরোধী ফেডারেল কোঅর্ডিনেশন গ্রুপ...