
২২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদত্যাগ করেছেন দলীয় নেতৃত্ব থেকে। মাত্র এক বছরেরও কম সময় প্রধানমন্ত্রী থাকাকালীন আদালতের আদেশে বরখাস্ত হওয়া এই রাজনৈতিক নেতা দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা সিনাওয়াত্রা পরিবারের রাজনীতিতে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পেতংতার্ন সিনাওয়াত্রা বুধবার দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল ফিউ থাই পার্টি-এর নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন। তার বরখাস্তের পেছনে মূল কারণ ছিল আগস্টে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তির সময় নীতিগত লঙ্ঘনের অভিযোগ। পেতংতার্ন শুধু এক বছরেরও কম সময় প্রধানমন্ত্রী থাকলেও দেশের রাজনীতিতে তিনি পরিবারতান্ত্রিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পেতংতার্নের পদত্যাগ দলের জন্য একটি ‘সম্পূর্ণ সংস্কারের’ সুযোগ এনে দিয়েছে। পদত্যাগের বক্তব্যে তিনি বলেছেন,...