নিজস্ব প্রতিবেদক: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। বুধবার (২২ অক্টোবর) সকালে শবরীমালা মন্দির থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, মূলত নীলাক্কাল এলাকায় অবতরণের পরিকল্পনা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পাঠানমথিত্তার স্টেডিয়ামে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি করে তৈরি করা কংক্রিট হেলিপ্যাডটি তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না। অবতরণের সময় হেলিপ্যাডের মাটি ধসে পড়ে, এবং হেলিকপ্টারের একটি চাকা আটকে যায়, ফলে সেটি সামান্য হেলে পড়ে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ছুটে আসে, এবং যৌথ প্রচেষ্টায় হেলিকপ্টারটিকে ভূগর্ভস্থ জলাধার থেকে সরিয়ে আনা হয়।...