
চীনা নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় গণধোলাইয়ের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত পুলিশকে আহত করে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকেন। আজ বুধবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় এক চীনা নাগরিকের মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুজনকে আটক করে গনণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়...