
২২ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম বিশ্বজুড়ে উষ্ণায়নের প্রভাবে অনেক নতুন প্রজাতির জীব ও পোকামাকড় নতুন অঞ্চলে প্রবেশ করছে। এরই অংশ হিসেবে, আইসল্যান্ডের মতো শীতপ্রধান দেশে এবার প্রথমবারের মতো মশা পাওয়া গেছে। বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটি আন্তর্জাতিক পরিবেশগত পর্যবেক্ষণে নতুন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আইসল্যান্ডে মশা পাওয়ার বিষয়টি সম্প্রতি ন্যাচারাল সাইন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিডাফেলে, কিওস এলাকায় তিনটি নমুনা শনাক্ত করা হয়েছে—দুটি স্ত্রী এবং একটি পুরুষ। এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল মথের জন্য রাখা পাতা ওয়াইন ফাঁদ থেকে। চলতি মাস পর্যন্ত আইসল্যান্ড ছিল পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে মশা ছিল না; অন্যটি হলো অ্যান্টার্কটিকা। বিজ্ঞানীরা বহু দিন ধরেই ধারণা করছিলেন যে, আইসল্যান্ডে একসময় মশা বাসা বাঁধবে।...