
২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম বাগেরহাটের রামপাল উপজেলার হাতিরবেড় গ্রামের ছয়টি পরিবার গত ছয় বছর ধরে যেন দেয়ালের বন্দিদশায় জীবন পার করছে। মৃত নিরোদ দাসের পাঁচ ছেলে—সঞ্জয় দাস, কিশোর দাস, নয়ন দাস, অসীম দাস ও কৃষ্ণ দাস—এবং সঞ্জয় দাসের ছেলে সজল দাসের পরিবারসহ মোট ছয়টি পরিবার সেখানে বসবাস করে। পরিবারের সদস্য সংখ্যা ২৩ জন, যার মধ্যে ১১ জনই শিশু ও কিশোর। জানাযায়, উপজেলার হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোণে তাদের বসতবাড়ি। প্রায় ছয় বছর আগে বিদ্যালয় প্রাঙ্গণ সুরক্ষার জন্য চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু সেই দেয়াল ঘিরে ফেলে এই ছয়টি পরিবারকেও। বিদ্যালয়ের ভেতর দিয়েই ছিল তাদের একমাত্র যাতায়াতের পথ। দেয়াল ওঠার পর থেকে বাধা বিপত্তি উপেক্ষা করে এখন তাদের বের হতে...