
ভারতে ঋষিকেশের বিখ্যাত গঙ্গা তীরে সুইমসুট পরে স্নান করলেন এক বিদেশি পর্যটক। গলায় ফুলের মালা দিয়ে হাত জোড় করে প্রণাম করার পর নদীতে ডুব দিয়ে সাঁতার কাটতে শুরু করলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনদের একাংশ মনে করেছেন, তার আচরণ নিরীহ এবং কোনো ভুল উদ্দেশ্য ছিল না। তবে শাসকদলীয় ঘনিষ্ঠ সমর্থকরা এবং কিছু হিন্দুত্ববাদী ব্যবহারকারী বলেছেন, সুইমসুটে গঙ্গাস্নান করলে নদীর পবিত্রতা ভঙ্গ হচ্ছে এবং এটি ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। কিছু নেটিজেন পাল্টা প্রশ্ন তুলেছেন, “পুরুষেরা জাঙ্গিয়া পরে স্নান করলে কি তা অবমাননা নয়?” কেউ লিখেছেন, “উদ্দেশ্য খারাপ ছিল না, ঘৃণা করার কিছু নেই।” অন্য একজন...