
আফগানিস্তানে ২০২৪ সালে আস্বাস্থ্যকর খাবারের কারণে ৯৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, আজ বুধবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে আফগানিস্তানে ডায়রিয়া ও অন্যান্য পেটের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে ৪ লাখ ৯৩ হাজার ৬৮ জন। তাদের মধ্যে মারা গেছে ৯৭ হাজার ২৪ জন। আফগানিস্তানের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নেমাত হোসনাইন বলেন, ‘গড় হিসেবে বলা যায় গত বছর প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে ১৫৯ জন। আর হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টা পর মৃত্যু হয়েছে ১৪৭ জন রোগীর।’ মূলত খাবার ও পানিতে দূষণ এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ‘আচার, মসলা, বাজারে খোলা অবস্থায় বিক্রি হওয়া খাবার, শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য এই মহামারি অবস্থার...