ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয় নিয়েই কথা বলেছি, তবে আলোচনা বেশি হয়েছে বাণিজ্য নিয়ে। ট্রাম্প আরও জানান, বাণিজ্যের পাশাপাশি জ্বালানি (তেল) নিয়েও মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। এসময় ভারতের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে। তিনি (মোদী) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতোই চান যে ইউক্রেন যুদ্ধটা দ্রুত শেষ হোক, বলেন ট্রাম্প। সমুদ্রপথে রাশিয়ার রপ্তানিকৃত অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা হলো ভারত ও চীন। ইউরোপীয় ক্রেতারা নিষেধাজ্ঞা জারির পর রুশ তেল কেনা বন্ধ করায় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে...