সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নারীদের নিয়ে 'চরম কুরুচিপূর্ণ' মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রিশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১ ব্যাচের এই শিক্ষার্থীর ছাত্রত্বও সাময়িকভাবে বাতিল করেছে বুয়েট প্রশাসন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে বুয়েট কর্তৃপক্ষ শ্রিশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।' সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ এ ঘোষণা দেন। এর আগে, গতকাল রাত ৯টা থেকে ছাত্রকল্যাণ পরিদপ্তরে বুয়েট প্রশাসনের বৈঠক চলাকালে বাইরে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী। একপর্যায়ে তারা অফিসের তালা ভেঙে বিক্ষোভ...