ঢাকা: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের হেলিকপ্টার কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের অতিরিক্ত ভারে একাংশ ভেঙে পড়ে এবং হেলিকপ্টার বেসামাল হয়ে যায়।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয়।দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানা গেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, অবতরণের স্থান হিসেবে শেষ মুহূর্তে প্রামাদম স্টেডিয়াম নির্বাচন করা হয়েছিল এবং সেখানে গত মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।তিনি আরও জানান, প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি প্রামাদমে পরিবর্তন করা হয়েছিল। কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলি...