
সংঘর্ষে জড়ানো একটি বাস ওই লরিকে টপকে, এবং অপরদিক থেকে আসা অন্য বাসটি দুর্ঘটনায় পড়া ল্যান্ড ক্রুজারটিকে টপকানোর চেষ্টা করছিল, এক পর্যায়ে উভয় বাসই মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এর মধ্যে একটি বাস সংঘর্ষ এড়ানোর চেষ্টায় বাঁক নেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি, উল্টো এমনভাবে ‘মুখোমুখি ও পাশ ঘেঁষে সংঘর্ষ’ হয় যার ‘চেইন রিঅ্যাকশনে’ অন্য গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও উল্টে যায়, পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পুলিশ শুরুতে ৬৩ জন নিহত হয়েছে বলে জানালেও পরে সংখ্যা কমায়। তারা বলে, প্রাথমিকভাবে অচেতন অনেককেই তারা মৃত ধরে নিয়েছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে সংঘর্ষে জড়ানো গাড়িগুলোর আরোহীদের বাইরেও কয়েকজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানদোঙ্গোর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে...