বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন অনেক তরুণ-তরুণীর। কিন্তু টিউশন ফি, আবাসন এবং জীবনযাপনের খরচ, এসব ভেবে অনেকেই পিছিয়ে যান। অনেকেরই ধারণা, ইউরোপে বিনা খরচে পড়াশোনার সুযোগ শুধু জার্মানিতেই পাওয়া যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। জার্মানির পাশাপাশি ইতালিও হয়ে উঠছে টিউশন ফি-বিহীন উচ্চশিক্ষার সুযোগ। ইতালিতে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি খুবই কম রাখে। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বিনামূল্যেও পড়ার সুযোগ আছে। মূলত শিক্ষার্থীর পারিবারিক আয়, একাডেমিক ফলাফল ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টিউশন ফি মওকুফ ও বৃত্তির সুযোগ দেওয়া হয়। ইতালির সরকারি বৃত্তিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ‘রিজিওনাল স্কলারশিপ’ বা আঞ্চলিক বৃত্তি। প্রতিটি অঞ্চলের জন্য এই বৃত্তি আবার আলাদা হয়ে থাকে। যেমন লোম্বার্ডি অঞ্চলে রেজিওনে লোম্বার্ডিয়া, টাস্কানিতে ডিএসইউ তোসকানা, আর লাজিও অঞ্চলে লাজিওডিসকো । এই বৃত্তি পেলে শুধু টিউশন...