ঢাকা: থাইল্যান্ডের সদ্য অপসারিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বুধবার তার বাবা, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতিষ্ঠিত দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন, যা ওই পরিবারের কয়েক দশক ধরে চলমান রাজনৈতিক পরিবারতন্ত্রের সম্ভাব্য অবসানের ইঙ্গিত দেয়।ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মোকাবিলায় নীতিগত লঙ্ঘনের অভিযোগে আগস্টে আদালত কর্তৃক বরখাস্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী পেতংতার্ন এক বছরেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।সিনাওয়াত্রা বংশ দুই দশক ধরে থাইল্যান্ডের সামরিক-পন্থী, রাজতন্ত্র-পন্থী অভিজাতদের প্রধান শত্রু, যারা তাদের জনপ্রিয় রাজনীতির ব্র্যান্ডকে ঐতিহ্যবাহী সামাজিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখে।কিন্তু সিনাওয়াত্রা পরিবার একাধিক আইনি ও রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছে, যার মধ্যে রয়েছে ৭৬ বছর বয়সী থাকসিনের ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির জন্য চলতি বছর কারাদণ্ডের সাজা ।বুধবার এক বিবৃতিতে পেতংতার্নের পদত্যাগের ঘোষণা দিয়েছে ফিউ...