ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২১ জন আহত এবং ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। জেলেনস্কি বলেন, ‘এই হামলা আবারও প্রমাণ করেছে যে, যুদ্ধ বন্ধে এখনো রাশিয়ার ওপর যথেষ্ট আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়নি।’ এই হামলার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠক তিনি বাতিল করেছেন। ট্রাম্প বৈঠকটিকে ‘ব্যর্থ’ বলে আখ্যায়িত করেন। অপরদিকে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের অনুরোধ উপেক্ষা করে ক্রেমলিন বর্তমান সীমান্তরেখায় অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গভীর রাতে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল প্ল্যান্টে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই কারখানায় গোলাবারুদ, বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি হয়—যা ইউক্রেনের...