পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে যুক্তরাজ্যের কট্টরপন্থী দল ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকিপ)-এর বিক্ষোভ নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেলে হওয়া উচিত ছিল এই কর্মসূচি, তবে পুলিশ গুরুতর বিশৃঙ্খলার আশঙ্কায় তা বন্ধের সিদ্ধান্ত নেয়। পুলিশ জানিয়েছে, হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে মিছিল আকারে শুরু হওয়া এই কর্মসূচি পরে একই এলাকায় সমাবেশে রূপ নেওয়ার পরিকল্পনা ছিল। ‘ম্যাস ডিপোর্টেশনস ট্যুর’ নামে এই বিক্ষোভটি দেশব্যাপী একাধিক কর্মসূচির অংশ। আয়োজকরা দাবি করেন, এই বিক্ষোভের লক্ষ্য ছিল ‘ইসলামপন্থীদের কাছ থেকে হোয়াইটচ্যাপেল পুনরুদ্ধার করা’। বিক্ষোভের জবাবে, স্থানীয় সংগঠনগুলো এবং স্ট্যান্ড আপ টু রেসিজম একটি পাল্টা বিক্ষোভ আয়োজনের প্রস্তুতিও নিয়েছিল। মেট পুলিশ মঙ্গলবার জানায়, পাবলিক অর্ডার অ্যাক্ট অনুযায়ী, ইউকিপ এই এলাকায় আর কোনো বিক্ষোভ করতে পারবে না। তবে অন্য কোথাও তারা চাইলে প্রতিবাদ আয়োজন করতে পারে। যদি কেউ টাওয়ার হ্যামলেটসে একত্রিত...