রতন কুমার পালবছরজুড়ে প্রতিদিনই কোনো না কোনো দিবস পালিত হয়। তেমনই আজ (২২ অক্টোবর) পালিত হয় আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস। পৃথিবীর গতিময়তায় ক্যালেন্ডারের পাতায় আরও একটি ২২ অক্টোবর চলে এল। আজকের প্রতিপাদ্য ‘তোতলামি কোনো রোগ নয়, সহজেই ভালো হয়’। কাউকে তোতলাতে দেখলে আপাতদৃষ্টিতে হয়তো আপনার ছোট একটি সমস্যা মনে হতে পারে। কিন্তু কথা বলার এই সামান্য ক্রটির কারণে কত মেধাবী মানুষও অবেহলিত থাকে। তাদের কথায় অনেকে হাসে, কেউ তাদের নিয়ে ইয়ার্কিও করে। কিন্তু তাদের যে কারও হাসির খোরাক বা উপহাসের পাত্রে পরিণত হতে না হয়, সে উদ্দেশ্যেই দিনটি পালন করা হয়। সেই সঙ্গে ভুক্তভোগীদের সাহস জোগানো, যথোপযুক্ত পরামর্শ দেওয়া ও তাদের পাশে দাঁড়ানোর জন্য দিনটি পালন করা প্রয়োজন। ইশারায় মনের ভাব প্রকাশের পরবর্তী ধাপে মানুষ তার নিজস্ব প্রয়োজনেই কথা বলা...