২২ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি এখন প্রশ্নের মুখে। কারণ, গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৩০ জন। হামলা–বোমা–অভিযোগ–পাল্টা অভিযোগে গাজা আবারও রক্তাক্ত হয়ে উঠেছে, আর সাধারণ মানুষের মনে ফিরে এসেছে ভয় ও অনিশ্চয়তা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হয় ভয়াবহ যুদ্ধ। সেই হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায়। কয়েক মাসের রক্তপাত ও ধ্বংসযজ্ঞের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।...