সারা বিশ্বেই সমাজ ও রাষ্ট্রের ওপর গণমাধ্যমের একটি জোরালো ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রও তার ব্যতিক্রম নয়। রুপার্ট মারডক ও মাইকেল ব্লুমবার্গের মতো মার্কিন ধনকুবেররা সংবাদমাধ্যম ব্যবসা থেকেই নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন। আবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো অন্য খাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা পার্শ্ব বিনিয়োগ হিসেবে সংবাদ প্রকাশনা কিনেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বা দ্য নিউইয়র্ক টাইমসের মতো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জাতীয় দৈনিকগুলোর একাংশ বা পুরোটার মালিক এই ধনকুবের ব্যবসায়ীরা। পাশাপাশি অনেক সাময়িকী, স্থানীয় পত্রিকা ও অনলাইনভিত্তিক সংবাদ সংস্থারও মালিক তাঁরা। কখনো কখনো ধনকুবের ব্যবসায়ীরা নিজেদের মালিকানাধীন সংবাদ প্রতিষ্ঠানের খবর প্রকাশকে প্রভাবিত করার চেষ্টাও করেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম খাতে প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে নিয়ে এ আয়োজন। যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যম খাতে সবচেয়ে ধনী ও বেশি বিনিয়োগকারী ব্যক্তি হলেন মাইকেল ব্লুমবার্গ। তিনি ব্লুমবার্গ এলপি ও ব্লুমবার্গ...