ভারতের ধর্মপ্রাণ মানুষের মধ্যে সম্প্রতি দেখা দিয়েছে এক অদ্ভুত প্রবণতা—আধ্যাত্মিক পরামর্শ ও ঈশ্বরের নির্দেশনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট ব্যবহার। আধুনিক জীবনের চাপ ও সমস্যার মুখে বহু তরুণ পুরোহিত বা গুরুদের বদলে রোবট ও চ্যাটবটকে আধ্যাত্মিক মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিচ্ছেন। রাজস্থানের ২৫ বছর বয়সী শিক্ষার্থী বিজয় মিল এর উদাহরণ। জীবনের কঠিন সময় তিনি ভরসা রাখেন ‘গীতাজিপিটি’ নামের একটি এআই অ্যাপে। এটি হিন্দু ধর্মগ্রন্থ ভগবদগীতার ৭০০টি শ্লোক ব্যবহার করে প্রশিক্ষিত। ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন ঠিক যেন বন্ধুর সঙ্গে টেক্সট মেসেজ আদান-প্রদান। তবে বট ব্যবহারকারীর মনে করিয়ে দেয়, “আপনি ভগবানের সঙ্গেই কথা বলছেন।” বিজয় জানান, ব্যাংকের চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে হতাশ হলে তিনি গীতাজিপিটিতে নিজের সংকটের কথা লিখেছিলেন। চ্যাটবট উত্তর দিয়েছিল, “ফলের চিন্তা ত্যাগ করে কাজের ওপর মনোনিবেশ করো।”এই পরামর্শ তাকে নতুন উদ্দীপনা...