
গাজা ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) গাজা যুদ্ধকালীন নীতিগত মতবিরোধের জেরে তাচি হানেগবিকে পদচ্যুত করার তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে নেতানিয়াহু হানেগবির সেবার জন্য ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন। জানা গেছে, হানেগবির স্থলাভিষিক্ত হচ্ছেন তার উপদেষ্টা গিল রাইখ। তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেবেন। ২০২২ সালে উপদেষ্টা হিসেবে যোগদানের আগে রাইখ ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশনের উপপরিচালক ছিলেন। লিকুদ দলের প্রবীণ নেতা ও ১৯৯০-এর দশক থেকে বিভিন্ন মন্ত্রিত্বে থাকা তাচি হানেগবি ‘গ্রীষ্মকালে’ নেতানিয়াহুর গাজা সিটি আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি গত মাসে কাতারে হামাস নেতাদের ওপর চালানো ব্যর্থ হামলাতেও আপত্তি জানান। এদিকে, নিজের বিবৃতিতে হানেগবি...