ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা উত্তেজনার বিপজ্জনক বৃদ্ধি এবং ‘বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের’ সামিল বলে মন্তব্য করেছে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের একটি দল। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে অন্তত ছয়টি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আঘাত হানার নির্দেশ দেন। এসব হামলায় অন্তত ২৭ জন নিহত হন। ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে আসা ও এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সম্পর্কিত একটি ‘মাদকসন্ত্রাসী’ হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই কথিত ‘হুমকির’ বিরুদ্ধে ট্রাম্পের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ওই হামলাগুলো চালানো হচ্ছে। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ বিশেষজ্ঞরা ট্রাম্পের দাবিকৃত সামরিক পদক্ষেপের কারণকে স্বীকার করেছেন কিন্তু এর আইনি ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, “যদি এমন অভিযোগ সত্য বলে প্রমাণিতও হয় তারপরও কোনো যথাযথ আইনিভিত্তি ছাড়া আন্তর্জাতিক জলসীমায় প্রাণঘাতী শক্তির ব্যবহার...