
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। হেলিকপ্টারটি অবতরণের সময় কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে দুর্ঘটনার কবলে পড়ে।বুধবার (২২ অক্টোবর) শবরীমালা মন্দির পরিদর্শন শেষে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফুটবল মাঠে বিমান বিধ্বস্তকর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকে শেষ মুহূর্তে নির্বাচিত করা হয়। রাতারাতি তৈরি করা কংক্রিট হেলিপ্যাডটি তখনো পুরোপুরি সেট হয়নি। ফলে হেলিকপ্টারের ভার সইতে না পেরে পৃষ্ঠটি ধসে পড়ে। এতে হেলিকপ্টারের একটি চাকা আটকে যায় এবং সামান্য একদিকে হেলে পড়ে।ঘটনার ভিডিওতে দেখা যায়, পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে হেলিকপ্টারটিকে নিরাপদে তোলার চেষ্টা করেন। সম্মিলিত প্রচেষ্টায় সেটিকে ভূগর্ভস্থ একটি জলাধার থেকে সরিয়ে আনা সম্ভব হয়।স্থানীয় কর্মকর্তারা জানান, মূলত পাম্বার কাছে নীলাক্কালে হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল। তবে...