দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের পরেই অতিরিক্ত ভারের কারণে হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। তবে এর আগেই দ্রৌপদী মুর্মু নিরাপদে হেলিকপ্টার থেকে নামেন। বুধবার সকালে কেরালায় এ ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের কেরালা সফরে এসেছেন। তিনি যাচ্ছিলেন শবরীমালা মন্দিরে। সকাল ৯টা ৫ মিনিটে নিরাপদে হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। তবে হেলিকপ্টার থেকে নামার পরেই হেলিপ্যাডের টার্ম্যাকের একাংশ ভেঙে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির...