ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। তবে রাষ্ট্রপতি অক্ষত আছেন। আজ বুধবার (২২ অক্টােবর) দেশটির কেরালা রাজ্যের প্রামাদমে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাবরিমালা মন্দির পরিদর্শনে কেরালার প্রামাদমে অবতরণ করেন। এ সময় নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডের একটি অংশ হঠাৎ বসে যায়। রাষ্ট্রপতি মুর্মু হেলিকপ্টার থেকে নামার পর গাড়িতে করে সাবরিমালার পাদদেশ পাম্বার উদ্দেশে রওনা দেন। এসময় দেখা যায়, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডের বসে যাওয়া অংশে আটকে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মিলে ঠেলে সেটি সরান। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, প্রামাদমকে শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়। মঙ্গলবার (২১ অক্টােবর) রাতেই সেখানে দ্রুত কংক্রিট দিয়ে হেলিপ্যাড তৈরি করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন,...