ব্র্যাক ইউনিভার্সিটি প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরীকে প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে। ২০ অক্টোবর ২০২৫ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।প্রফেসর চৌধুরী বর্তমানে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সাল থেকে এই দুই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গুণগত মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনে প্রফেসর চৌধুরীর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় সক্রিয় ভূমিকা রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। এ ছাড়াও তিনি রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)...