দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, শুধুমাত্র ‘শারীরিক সম্পর্ক’ কথাটি উচ্চারণ করলেই তা ধর্ষণের প্রমাণ হয়ে যায় না। আদালত জানিয়েছে, এমন শব্দ ব্যবহার কোনো প্রমাণ ছাড়া ধর্ষণ বা জোরপূর্বক যৌন সম্পর্কের মামলা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। বিচারপতি মনোজ কুমার ওহরির নেতৃত্বাধীন বেঞ্চ ১৭ অক্টোবরের রায়ে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন, যিনি এর আগে ১০ বছরের সাজা পেয়েছিলেন। ২০২৩ সালের মামলায় অভিযোগ ছিল, ২০১৪ সালে অভিযুক্ত আত্মীয় এক ১৬ বছরের কিশোরীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ এক বছর ‘শারীরিক সম্পর্ক’ স্থাপন করেছিল। কিন্তু আদালতের সামনে আসা প্রমাণে দেখা যায়, সেই সম্পর্কের প্রকৃতি নিয়ে কোনো বিস্তারিত বর্ণনা নেই। কিশোরী ও তার বাবা-মা কেবল বলেছেন ‘শারীরিক সম্পর্ক হয়েছে’, কিন্তু তার অর্থ কী, তা ব্যাখ্যা করেননি। আদালত বলেছে, “এভাবে অস্পষ্টভাবে বলা ‘শারীরিক সম্পর্ক’ কথাটি...