ঢাকা: পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, যার ফলে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়তে গিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। খবর বিবিসি।স্থানীয় টিভি ডায়র টিভির প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেক ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, যা এই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়েছে।আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে স্থানীয় গণমাধ্যমের মতে আহতের সংখ্যা ২৭ থেকে ২৯ জনের মধ্যে হতে পারে। দুর্ঘটনার ছবিতে দেখা গেছে ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গিয়েছে এবং কিছু সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ হয়েছে।জেলাপ্রশাসক জিবরিল ওমর বিবিসিকে জানান, ট্রেনের জীর্ণশীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করাই দুর্ঘটনার মূল কারণ। তিনি বলেন, “ট্রেনটি অনেক...